হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের বুড়িশ্চর জিয়াউল উলুম ফাযিল ডিগ্রী মাদরাসায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারী) সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়।
এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম এর সহযোগীতায় এবং বুড়িশ্চর বাজার উন্নয়ন ও ব্যবসায়ী কল্যাণ কমিটির উদ্যোগে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. রাশেদুল আলম রাশেদ।