Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের সেরা খাবারের তালিকায় বাংলাদেশ ৪৩তম

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

২০২২ সালে বিশ্বের সেরা খাবারের বৈশ্বিক তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৩তম। টেস্টএটলাস ২০২২ এর ফলাফল অনুসারে, বাংলাদেশের এ অবস্থান।

বুলগেরিয়াভিত্তিক টেস্টএটলাস হলো- ঐতিহ্যবাহী খাবারের অভিজ্ঞতামূলক ভ্রমণ গাইড (এক্সপেরিমেন্টাল ট্রাভেল গাইড)। এটির বার্ষিক ফলাফল অনুসারে, বাংলাদেশ পেয়েছে ৩.৯৭ পয়েন্ট। বাংলাদেশের সেরা রেটযুক্ত খাবারের মধ্যে রয়েছে ফুচকা, ভর্তা, চমচম, হালিম এবং জিলাপিসহ দেশের অন্যান্য ২০টি মুখরোচক আইটেম।

উপাদান, খাবার এবং পানীয়ের জন্য ভোক্তাদের ভোটের ওপর ভিত্তি করে র‌্যাংকিংয়ে ভারত পঞ্চম স্থানে রয়েছে এবং জাপানি খাবার চতুর্থ স্থান অর্জন করেছে।