Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ২২ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ির উত্তর রাঙ্গামাটিয়া বড়টিলায় ৮তম বিশাল ওয়াজ মাহফিল সম্পন্ন

মুহাম্মদ জিপন উদ্দীন, ফটিকছড়ি প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া বড়টিলা ইসলামিয়া যুব কমিটির উদ্যোগে পবিত্র জশনে জুলুস উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ৮তম বিশাল আজিমুশশান নূরানী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (২১ জানুয়ারি) ১নং ওয়ার্ডের বড়টিলা মাঠে দুপুর হতে রাত পর্যন্ত হাজারো ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে এ মাহফিল সম্পন্ন হয়।

মাহফিলে চৌধুরী মোহাম্মদ শফিকুল ইসলাম মুনিরীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন- বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব চট্টগ্রাম বারীয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীল আল্লামা সৈয়দ মুহাম্মদ মোকাররম বারী। বিশেষ আলোচক ছিলেন- মাওলানা ইদ্রিস আনছারী।

সাবেক কাউন্সিলর ও সমাজসেবক মাওলানা মোহাম্মদ ফারুকের পরিচালনায় মাহফিল উপস্থিত ছিলেন- মাওলানা আবু জাফর, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা ফখরুল ইসলাম, আবু সোয়াইব, মাওলানা লোকমান, মাওলানা ইয়াহিয়া, ইসমাইল হোসেন রানা, আবু ছাদেক, মাষ্টার ফোরকান, আবুল মনছুর, মো.আরমান, এমদাদুল ইসলাম মুন্না, শফিউল আলম, আছিফ উল্লাহ, প্রবাসী সেলিম, মাওলানা রফিকুল আলম।