ফটিকছড়ির হারুয়ালছড়িতে হাজ্বী মফজল আহমদ পরিবারের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে এক আজিমুশশান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) মফজল আহমদের বাসভবনে এনাম চৌধুরী, জয়নাল আবেদিন চৌধুরী এবং কামাল উদ্দিন চৌধুরীর ব্যবস্থাপনায় মাহফিলসহ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাজ্বী মফজল আহমদ চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন হারুয়ালছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জানে আলম। ধর্মীয় আলোচনা করেন- আল্লামা মুহাম্মদ শহিদুল আলম আল হাদী এবং আল্লামা মুহাম্মদ ফিরোজ আলম রেজভী।
এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর, ব্যবসায়ী সোহেল, মাওলানা ইয়াকুব, মোহাম্মদ এমদাদ, শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।