ফটিকছড়ির ভূজপুরে বেপরোয়া ভাবে উল্টোপথে আসা বাসের চাপায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী মুহাম্মদ ওসমান (২০) নামের এক যুবকের।
সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ফটিকছড়ি-রামগড় সড়কের নারায়ণহাট ইউপির ভাঙ্গা পুলের সামনের টেকে উলটোপথে আসা বাসের চাপায় প্রাণ যায় ওই যুবকের।
নিহত ওসমান ভুজপুর ইউনিয়নের জঙ্গল কৈয়া টাইলস মিস্ত্রি মোশারফ হোসেনের ছোট ভাই। এ ঘটনায় আহত আরো এক যুবকের অবস্থা গুরুত্বর।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-নারায়াণহাটের একটি বাস টেকের মধ্যে উলটোদিক এসে মোটরসাইকেল কে মেরে দেয়। এসময় গুরুত্বর আহত অবস্থায় ২জনকে মেডিক্যাল এ নিয়ে যাওয়া হয়। তবে ঘটনার পরপরই বাসের ড্রাইভার পালিয়ে যায়।
এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী বলেন- ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। বাস-মোটরসাইকেলের সংঘর্ষে ওসমান নামের একজনের মৃত্যু হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। ড্রাইভার পলাতক। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পায়নি।