Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী ধর্ষণ, তরুণের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় মো. সজীব মিয়া (২১) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. ইমান আলী শেখ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সজীব মিয়া নালিতাবাড়ী উপজেলার ছালুয়াতলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
 
ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২০২১ সালের ১৬ জুন রাতে একই এলাকার দশম শ্রেণির ছাত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ করে সজীব মিয়া। এসময় স্কুলছাত্রীর চিৎকারে পরিবারের লোকজন তাকে হাতেনাতে আটক করে।
 
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সজীব মিয়াকে একমাত্র আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা করেন। তদন্ত শেষে উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহীম একই বছরের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক কার্যক্রম শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।