Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী অপপ্রচারমূলক পোস্ট মুছে দেবে ফেসবুক

অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িকতা উস্কানি, গুজব ও ফেক নিউজ বা পোষ্ট রোধে ইসির সাথে কাজ করতে আগ্রহী ফেইজবুক কর্তৃপক্ষ। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এটা করা যেতে পারে বলে তাদের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফেসবুক প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় ইসির কারিগরি বিশেষজ্ঞরা এবং ফেসবুকের তিন সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ফেসবুক কর্তৃপক্ষের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন।

অশোক কুমার দেবনাথ বলেন, আমরা তাদের ডাকিনি। তারাই আমাদের সাথে বৈঠক করতে সময় চেয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় ও সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট, গুজব এবং অপপ্রচার রোধে ইসির সাথে কাজ করতে চায় তারা। আমাদের কারিগরি বিশেষজ্ঞরাও ছিলেন।

এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, আমরা তাদের এখনো কিছু বলিনি। তবে নির্বাচনী তফসিলের পর তারা কাজ করতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তাদের এখনো কোনো দায়িত্ব দেই নি।