হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়ায় সুন্নি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ১৫তম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ও ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে দক্ষিণ নাঙ্গলমোড়া ইসলামিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে ১ম অধিবেশন আরম্ভ হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহেদুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানের যৌথ সঞ্চালনায় ১ম অধিবেশনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সৈয়দ মোহাম্মদ মঈজুদ্দীন আল ফারুকী (রাঃ) ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সুন্নি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মুহাম্মদ ওসমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেন্টল পার্ক-এর স্বত্তাধিকারী মুহাম্মদ নুরুল আজিম চৌধুরী। এতে প্রধান আলোচক ছিলেন পূরবী ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক আলহাজ্ব মুহাম্মদ মহিউদ্দিন।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- হাটহাজারী উপজেলার কৃষি অফিসার মোহাম্মদ আল মামুন সিকদার, গণি হসপিটাল লি. এর চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ওসমান গণি, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মোহাম্মদ আবুল কালাম মানিক, সুন্নী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও দক্ষিণ নাঙ্গলমোড়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আ.ন.ম নুরুল আবছার সুমন ও এম.এ. কনভেনশন হলের প্রোপ্রাইটর মোহাম্মদ আবু জাফর ইকবাল মাসুম।
বিশেষ আলোচক ছিলেন জহুর হর্কাস মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জালাল উদ্দিন ও নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদস্য আনোয়ার পারভেজ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, এস.এস.কে.পি দরিদ্র ফান্ডের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ হেলাল উদ্দিন, সংগঠনের সাবেক সভাপতি কাজী লোকমান হাকিম ও প্রতিষ্ঠাতা সভাপতি আহম্মদ উল্লাহ্ সাহাবু, সহ-সভাপতি নেজাম উদ্দীন।
মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ তৈয়বুল আলম, জনাব মোহাম্মদ নুরুল আমিন সওদাগর, মোহাম্মদ সরওয়ার উদ্দিন, মোহাম্মদ সাহাবুদ্দিন ও ডাঃ সনজিত।
২য় অধিবেশনে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শাইখুল হাদীস হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ সোলাইমান আনছারী (ম.জি.আ) এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৫নং নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হারুনুর রশীদ।
সংগঠনের সাবেক সভাপতি কাজী লোকমান হাকিম এর সঞ্চালনায় মাহফিলে মেহমানে আ’লা হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বিশ্ব শাহী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আল্লামা মুফতি কাজী মুহাম্মদ জসিম উদ্দিন ফারুকী (ম.জি.আ)। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাফেজ মুহাম্মদ একরামুল হক ও ইমাম ইলেকট্রনিক্সের প্রোপ্রাইটর মুহাম্মদ ইমাম হোসেন।
উক্ত মাহফিলে সম্মানিত আলোচক ছিলেন ছিপাতলীর গাউছিয়া আজিজিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত, হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাহজাদা আবুল ফছিহ্ মোহাম্মদ আলাউদ্দিন (মা.জি.আ), নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাযিল (ডিগ্রী) মাদরাসার আরবী প্রভাষক হযরত মাওলানা জয়নুল আবেদীন জিহাদী (মা.জি.আ) ও ফটিকছড়ি নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার আরবী প্রভাষক আল্লামা ফখরুদ্দীন আল কাদেরী।
মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়