হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের মিনা গাজী পরিবারের আয়োজনে মিলনমেলা ও চড়ুইভাতি-২৩ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২০ জানুয়ারি) পেটান শাহ মঞ্জিলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চড়ুইভাতিতে অংশগ্রহণ করেছে মিনা গাজী পরিবারের প্রায় পাঁচ শতাধিক সদস্য। শীতের মৃদু হাওয়া গায়ে জড়িয়ে ভিন্ন আমেজের চড়ুইভাতিতে যেন ফিরে পাওয়া গেল ইতি হওয়া আপন জনের দেখা।
এতে মূল পর্বে ছিল স্পটে সমস্ত খাবারের আয়োজন, প্রাপ্ত বয়স্কদের মনোরঞ্জনমূলক মজার খেলা চেয়ার দখল প্রতিযোগিতা, শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দৌড় প্রতিযোগিতা, মেয়েদের টাংগ টুইস্টার খেলা ইত্যাদি।
পরে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।