Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ১৯ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দেশের সঙ্গে মিল রেখে আমিরাতেও এইচএসসি পরীক্ষা শুরু

অনলাইন ডেস্ক
আগস্ট ১৯, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

দেশের সাথে মিল রেখে ঢাকা বোর্ডের অধীনে সংযুক্ত আমিরাতের দুটি কেন্দ্রে বৃহস্পতিবার (১৭ আগস্ট) এইচ এস সি পরীক্ষা শুরু হয়েছে।

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে শেখ খলীফা বিন জায়েদ বাংলাদেশ স্কুল এন্ড কলেজে মোট পরীক্ষার্থী ছিল ৩২ জন। তৎমধ্যে ছাত্র ২১ এবং ছাত্রী ১১ জন। সাইন্স গ্রুপে ১৭ জন এবং কমার্স গ্রুপে ১৫ জন। সবাই ইংরেজী মিডিয়ামে পরীক্ষা দিচ্ছেন।

প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা স্হানীয় সময় সকাল আট টায় শুরু হয় এবং ১১ টায় শেষ হয় (বাংলাদেশ সময় ১০ টা হতে ১ টা)।
আবুধাবীতে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন দূতাবাসের লেবার কাউন্সিলর (শ্রম) লুৎফর নাহার নাজিম, হল সুপারের দায়িত্বে ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস কিরণ আকতার এবং হল পরিদর্শক ছিলেন মির্জা আরিফ বেগ ও মিসেস নীলা পারভীন।

স্কুল ছাত্রছাত্রী, পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগন ভাল ফলাফলে আশাবাদী। তাঁরা সবাই এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা জানান।