Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ২৩ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু কেড়ে নিলো আরও ৩ প্রাণ, নতুন ভর্তি ৪৭৭

স্বাস্থ্য ডেস্ক
নভেম্বর ২৩, ২০২২ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে ৪৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
 
বুধবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৭৭ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৬২ জন এবং ঢাকার বাইরে ২১৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
 
বর্তমানে সারা দেশে মোট ২ হাজার ৮২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৭৫ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৯০৭ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
 
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা মোট ৫৪ হাজার ৪০৫ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৩৪ হাজার ৮৮৮ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ১৯ হাজার ৫১৭ জন।
 
সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুসহ ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৪০ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।
 
একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ৫২ হাজার ৮৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৩ হাজার ৫৬৮ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৫১৫ জন।
 
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।