দেশে গত জুলাই মাসে ৫৬৬টি সড়ক দুর্ঘটনা ৫৩৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৯৩৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও হতাহত হয়েছেন। ১২৬টি দুর্ঘটনায় ১১২ জন নিহত ও ২০৩ জন আহত হন। এছাড়া ৮৩৫টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। এর মধ্যে সর্বোচ্চ ১৫৪টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।
সম্প্রতি সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়াম্যান নুর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিআরটিএ’র বিভাগীয় অফিসের মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার এ পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে বলেও জানানো হয়।
এতে জানানো হয়, ঢাকা বিভাগে ১২৬টি দুর্ঘটনায় ১১২ জন নিহত ও ২০৩ জন আহত, চট্টগ্রাম বিভাগে ৯২টি দুর্ঘটনায় ৮২ জন নিহত ও ১১৭ জন আহত, রাজশাহী বিভাগে ১১১টি দুর্ঘটনায় ১০৪ জন নিহত ও ১১৯ জন আহত, খুলনা বিভাগে ৬৬টি দুর্ঘটনায় ৬১ জন নিহত ও ৯৬ জন আহত, বরিশাল বিভাগে ২২টি দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ১১৭ জন আহত, সিলেট বিভাগে ৩০টি দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৪০ জন আহত, রংপুর বিভাগে ৮০টি দুর্ঘটনায় ৭৩ জন নিহত ও ১৪৯ জন আহত, ময়মনসিংহ বিভাগে ৩৯টি দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ৯৩ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, মোট ৮৩৫টি যানবাহন দুর্ঘটনার কবলে পরে। এর মধ্যে রয়েছে; মোটরকার ২০টি, বাস ১৫৩টি, পিকআপ ৪৫টি, অটোরিকশা ৫৩টি, ট্রাক ১৪৩টি, মোটরসাইকেল ১৮৯টি, ব্যাটারিচালিত রিকশা ৪১টি, ইজিবাইক ২৪টি, ট্রাক্টর ১১টি, অ্যাম্বুলেন্স ৫টি, ভ্যান ১৮টি, মাইক্রোবাস ২৬টি ও অন্যান্য যান ১০৭টি।
এর মধ্যে মোটরকার দুর্ঘটনায় ৫ জন, বাস দুর্ঘটনায় ৮৬ জন, পিকআপ দুর্ঘটনায় ১৯ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৫৯ জন, ট্রাক দুর্ঘটনায় ৫৫ জন, মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৪ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ২৮ জন, ইজিবাইক দুর্ঘটনায় ১৩ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ১০ জন, অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৮ জন, ভ্যান দুর্ঘটনায় ১১ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ৮ জন ও অন্যান্য যানবাহন দুর্ঘটনায় ৭৭ জনসহ মোট ৫৩৩ জন নিহত হন।