Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ২৫ মে ২০২৩

ছবি ভাইরালের ভয় দেখিয়ে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
মে ২৫, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

প্রেমিকার অন্তরঙ্গ ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে ওবাইদুল হক (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়ে আনোয়ারার চাতরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওবাইদুল কর্ণফুলী উপজেলার শাহ্‌মিরপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভুক্তভোগী তরুণীর সাথে কর্ণফুলী উপজেলার ওবাইদুল হকের প্রেমের সম্পর্ক হয়। তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এই সুবাদে তাদের ছবি ওবাইদুলের কাছে সংরক্ষিত ছিল। পরবর্তীতে এসব ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করে ওবাইদুল। সর্বশেষ গত ২০ মে কর্ণফুলী ফকিরহাট এলাকায় এক বন্ধুর বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত।
 
আনোয়ারা থানার ওসি মীর্জা মুহাম্মদ হাছান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।