Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ১৪ মে ২০২৩

চলন্ত রিকশায় বিদ্যুতের তার পড়ে দগ্ধ রিকশাচালক আর নেই

অনলাইন ডেস্ক
মে ১৪, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় চলন্ত রিকশার উপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে দগ্ধ জাহেদ আলী (৩৮) নামে ওই রিকশা চারক মারা গেছেন।
রবিবার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরআগে রবিবার সকালে অক্সিজেন এলাকায় রিকশা চালিয়ে যাওয়ার সময় গাউছিয়া তোরণের বাম পাশে বৈদ্যুতিক তার ছিড়ে রিকশায় পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্টে তিনি দগ্ধ হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
 
জাহেদ আলীর বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশি ইউনিয়নে। তিনি বর্তমানে অক্সিজেনের ট্যানারি বটতল এলাকায় থাকেন।
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সড়কে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ওই রিকশাচালক বিকেলে মারা গেছেন।