Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্লেনের সিটে কোটি টাকার স্বর্ণ

অনলাইন ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার এরাবিয়ার একটি প্লেন থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস হাউজ।

এসব সোনার ওজন ১ কেজি ৩৯২ গ্রাম, যার বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। আজ সোমবার (১৭ এপ্রিল) চট্টগ্রাম কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল ১৬ এপ্রিল রাত পৌনে ৯টায় এয়ার এরাবিয়ার জি-৯৫২২ ফ্লাইটের ১৫এফইডি সিটের নিচ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়। ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ জানান, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার এরাবিয়া প্লেন রোববার রাত ৮টা ৫০ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে।

আবুল কালাম আজাদ বলেন, এ সময় প্লেনটির এক ক্রু আমাদের জানান যে, ১৫এফইডি সিটে সোনা বা সন্দেহজনক কিছু থাকতে পারে। এর ভিত্তিতে ওই সিটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২টি সোনার বার পাওয়া যায়। ওই সিটটা কারো নামে রিজার্ভ করা ছিল কি না বা কিভাবে সিটের নিচে সোনাগুলো এসেছে, আমরা সেটা বের করার চেষ্টা করছি বলেও জানান তিনি।