Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ১৩ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বোর্ডের এইচএসসির স্থগিত চার পরীক্ষার সময় ঘোষণা

অনলাইন ডেস্ক
আগস্ট ১৩, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া প্রথম চারটি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ১৭ আগস্টের বাংলা ১ম পত্র পরীক্ষা হবে ২৭ সেপ্টেম্বর, ২০ আগস্টের বাংলা ২য় পত্র পরীক্ষা ১ অক্টোবর, ২২ আগস্টের ইংরেজী ১ম পত্র ২ অক্টোবর আর ইংরেজী ২য় পত্র ৩ অক্টোবরে অনুষ্ঠিত হবে।

আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ এক, তিন, পাঁচ ও আট অক্টোবর।

প্রাকৃতিক দুর্যোগের কারণে শুক্রবার রাতে তিন শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা পেছানো হয়।

এই তিন বোর্ড হলো- চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড। এ তিন বোর্ডের পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট শুরু হবে বলে শুক্রবার জানানো হয়।

এবার চট্টগ্রাম থেকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২ হাজার ৪৬৮ শিক্ষার্থী। চট্টগ্রামের ১১৩টি কেন্দ্রে ২৭৯টি কলেজের এসব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। এবার এইচএসসিতে শিক্ষার্থী ও কলেজের সংখ্যা দুটিই বেড়েছে।