Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ১ মার্চ ২০২৩

চট্টগ্রাম নগরীতে খাবার বিতরণ করেছেন আল-বারাকাহ ফাউন্ডেশন

হাটহাজারী সংবাদ ডেস্ক
মার্চ ১, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

উত্তর চট্টগ্রাম এর অরাজনৈতিক মানবদরদী ও সেচ্ছাসেবী সংগঠন আল-বারাকাহ্ ফাউন্ডেশনের এর পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রবর্তক মোড়ে হযরত বদনা শাহ ( রহঃ) মাজার সংলগ্ন আশেপাশে এলাকায় প্রায় দুই শতাধিক বেওয়ারিশ,অসহায় পথচারীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচী পালন করা হয়।

এছাড়াও নগরীর একটি হিফজুল কুরআন মাদরাসাতে পবিত্র কুরআন বিতরণ কর্মসূচী করা হয়। বুধবার (০১ মার্চ ) দুপুরে আল-বারাকাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা সভাপতি সৈয়দ মোহাম্মদ ফাহিম উল্লাহ্’র সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর চট্টলার ঐতিহ্যবাহী মানবিক সেচ্চাসেবী সংগঠন রক্ত বন্ধু ফোরাম চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রহিম বাদশা এবং হাজী মোহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ শাখার সাবেক দপ্তর সম্পাদক ও রক্ত বন্ধু ফোরাম এর সিনিয়র সদস্য মোহাম্মদ তাজুল।

এতে আরো উপস্থিত ছিলেন আল-বারাকাহ্ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফ উদ্দীন সাকিব, সহ-সভাপতি মোহাম্মদ শফিউল আলম রাব্বি, দপ্তর-সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম,সদস্য হাফেজ রিয়াদ, মোহাম্মদ এনাম প্রমূখ।