চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরুষ্কার পেলেন হাটহাজারী মডেল থানার এএসআই আবু তাহের।
গত বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে সিএমপির ডিসেম্বর-২০২২ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমীন সবুজ বলেন, গত বুধবার সিএমপির মাসিক অপরাধ সভায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে হাটহাজারী মডেল থানার এএসআই(নিঃ)/মোঃ আবু তাহের কে পুরষ্কৃত করা হয়।
পুরুস্কার তুলে দিচ্ছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ, বিপিএম।