Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ৩০ এপ্রিল ২০২৩

চট্টগ্রামে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে ৪ দশমিক ৬ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টা ৫৬ মিনিট ৫৪ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম আবহাওয়া কার্যালয় সহকারী আবহাওয়াবিদ মেঘনাথ তঞ্চঙ্গ্যা।
 
তিনি বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল অক্ষাংশ ২২ দশমিক ৯৩ ডিগ্রি উত্তর, দ্রাঘিমা ৯৪ দশমিক ১৯ ডিগ্রি পূর্ব মিয়ানমারের মাউলাইকে। রাজধানীর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে দক্ষিণ-পূর্ব দিকে এর দূরত্ব ছিল ৪০০ কিলোমিটার। তিনি আরও বলেন, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। এটি ছিল হালকা শ্রেণির ভূমিকম্প।