Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ৩ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ভোটার বেড়েছে এক লাখ ১০ হাজার ৮৭৫ জন

অনলাইন ডেস্ক:
মার্চ ৩, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে এক বছরে ভোটার বেড়েছে এক লাখ ১০ হাজার ৮৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ৩৬ হাজার ১৮৪ জন ও পুরুষ ভোটার ৭৪ হাজার ৬৮৭ জন।

শনিবার (২ মার্চ) ভোটার দিবস উপলক্ষে সারাদেশের মতো চট্টগ্রামেরও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রামে ভোটার সংখ্যা ৬৪ লাখ ২৫ হাজার ২৬৮ জন।

এরমধ্যে পুরুষ ভোটার ৩৩ লাখ ৬৪ হাজার ২৭৭ জন। মহিলা ভোটার ৩০ লাখ ৬০ হাজার ৯৩৩ জন। গত বছরের তুলনায় এবার ভোটার বেড়েছে এক লাখ ১০ হাজার ৮৭৫ জন। এরমধ্যে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটার বেড়েছে প্রায় দ্বিগুণ।
চট্টগ্রাম জেলাসহ চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলায় এক বছরের ব্যবধানে ভোটার বেড়েছে ১৭ লাখ তিন হাজার ৭৬০ জন। ৫ অঞ্চলের মোট ভোটার সংখ্যা ৯৪ লাখ ১৭ হাজার ১৬ জন। এরমধ্যে চট্টগ্রামে ভোটার বেড়েছে এক লাখ ১০ হাজার ৮৭৫ জন। রাঙামাটি জেলায় নয় হাজার ২৭৩ জন ভোটার বেড়ে বর্তমানে ভোটার ৪ লাখ ৮৩ হাজার ৭২৭ জন, বান্দরবানে ৫ হাজার ৯০৯ জন বেড়ে বর্তমানে ২ লাখ ৯৩ হাজার ৯৩৯ জন, খাগড়াছড়ি জেলায় ১০ হাজার ৩৫৭ জন বেড়ে বর্তমানে ৫ লাখ ২৫ হাজার ৭৭৬ জন, কক্সবাজারে ৩৭ হাজার ৩৪৬ জন বেড়ে ভোটার সংখ্যা ১৬ লাখ ৮৮ হাজার ৩০৬ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটার ছিল ৬৩ লাখ ৯৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৭৯ হাজার ৬২ জন এবং নারী ভোটার ৩০ লাখ ২১ হাজার ৯০২ জন।