Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩

চট্টগ্রামে বিষপানে দুই বোনের মৃত্যু

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় বিষপানে দুই বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- বন্দরটিলার আয়শার মার গলি এলাকার ইদ্রিস আলীর মেয়ে রাহিমা আক্তার (২৪) ও ফজিলা আক্তার (১৬)।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাদিকুর রহমান। তিনি বলেন, আহতাবস্থায় দুই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ চমেক হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।