Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্য হাতির আক্রমণে নুরুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
 
নুরুল ইসলাম ওই এলাকার দুদু মিয়ার ছেলে। তিনি কৃষি কাজ করতেন।
বিষয়টি  করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী। তিনি বলেন, পাহাড়ি এলাকায় হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাকে দাফনের জন্য কিছু খরচ দেওয়া হয়েছে। এছাড়া তিনি কী সংরক্ষিত বনাঞ্চলে গিয়ে মারা গেছে নাকি লোকালয়ে মারা গেছেন সেটি নিশ্চিত করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলা হয়েছে।
 
ইউএনও আরও বলেন, যদি লোকালয়ে কৃষক মারা যান তবে আইনানুযায়ী তিনি তিন লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। তবে সংরক্ষিত বনাঞ্চলে যদি মারা যান সেক্ষেত্রে তিনি সরকারি কোনো ক্ষতিপূরণ পাবেন না।