Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪৭

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। তবে এ সময়ে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৭ জন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, জেলায় বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ২৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৬১৭ জন। এছাড়া বাকি ৪০৬ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৪২ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ২৪৯ জন ভর্তি রয়েছেন।

তিনি জানান, এ বছরের শুরু থেকে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭২ জন মারা গেছেন।