চট্টগ্রামে ভয়াল থাবা বিস্তার করেছে ডেঙ্গু। একের পর এক মৃত্যুতে ঢাকার পরে রয়েছে বাণিজ্যিক রাজধানী। সোমবার বিকেলে আরও দুজনের মৃত্যুর খবর দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাকিবুল হাসান নামে এক তরুণের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে।
এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪৭ জন। এদের মধ্যে ৭১ জন সরকারি হাসপাতালে, ৭৬ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।