Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ২ শিশুর প্রাণ গেল

অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ আগস্ট) এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

৬ বছর বয়সী রিয়া মণি এবং ৬ মাস বয়সী রুবেল নামে দুই শিশুই গত ১৬ আগস্ট চমেক হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে রিয়া মণি রোববার (২০ আগস্ট) ভোরে এবং রুবেল রোববার দিনগত রাত সোয়া ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এনিয়ে এ বছর মোট ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪৬ জন। এর মধ্যে ১৮ জনই শিশু।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৬ জন এবং বেসরকারি হাসপাতালে ২৯ জন চিকিৎসাধীন রয়েছে। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭০৬ জন।