Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩

চট্টগ্রামে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
মার্চ ৯, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্নহত্যা করেছে।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে চট্টগাম রেলস্টেশন সংলগ্ন বটতলী রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের এখনো পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, “যুবকটি চার নম্বর প্ল্যাটফরমে হাঁটছিল। কর্ণফুলী ট্রেন ছাড়তেই ৩ নম্বর রেললাইনে গিয়ে ঝাঁপ দেন। এতে দ্বি-খণ্ডত হয়ে যায় তার শরীর। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।”

চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক (আরএনবি) আমান উল্লাহ আমান বলেন, “সকালে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্নহত্যা করেছে। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ নিতে এখনো কেউ আসেনি।”