Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ১৩ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামসহ চার শিক্ষাবোর্ডের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
মে ১৩, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঘূর্ণিঝড় মোখার কারণে আগামীকাল রবিবার চট্টগ্রামসহ চারটি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (১৩ মে) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত ওই চিঠিতে হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আগামী ১৪ মে রবিবার বন্ধ থাকবে।
 
উল্লেখিত চারটি বোর্ডের আওতাধীন জেলাসমূহে তার কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।