Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩

গড়দুয়ারায় সিআইপি নির্বাচিত হওয়ায় মোজাম্মেল হোসেন শিকদারকে সংবর্ধনা

হাটহাজারী সংবাদ ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের কৃতি সন্তান মোজান্মেল হোসেন শিকদার বাপ্পি সিআইপি নির্বাচিত হওয়ায় গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) ড. শহীদুল্লাহ একাডেমী মিলনায়তনে ইউপি চেয়ারম্যান সরওয়ার মোরশেদ তালুকদারের সভাপতিত্বে এবং সাবেক জেলা ছাত্রলীগ নেতা তরিকুল কালাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামম্দ শাহিদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সিডিএ বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ, চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি সিআইপি এসোসিয়েশনের সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী (সিআইপি)।

সংবর্ধিত অতিথি ছিলেন মোজাম্মেল হোসেন বাপ্পি, সৈয়দ মনজুরুল আলম মনজু, এনাম উদ্দিন, এনামুল হক চৌধুরী, গিয়াস উদ্দিন মানিক, ডাঃ আবু মোহাম্মদ ইলিয়াস, রিয়াজ মোরশেদ, হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) নুরুল আলম, ডাঃ আবু মোহাম্মদ ইলিয়াস, রিয়াজ মোরশেদ সরওয়ার শিকদার, মোশাররফ হোসেন চৌধুরী, হাসান সায়েম, তানভির শাহ, গড়দুয়ারা ইউপি সদস্যবৃন্দ, জাহেদ চৌধুরী রিপন ও ফারহান তালুকদার।

প্রধান অতিথি তার বক্তব্যে সকলকে দেশ গড়ার কাজে একসাথে কাজ করার আহবান জানান। তিনি বৈধপথে রেমিট্যান্স প্রেরনের উপর গুরুত্বারুপ করেন। তিনি সকল প্রবাসীদের দেশের উন্নয়মনে এগিয়ে আসার আহবান জানান।