Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ২২ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কাগতিয়া মাদরাসায় শেখ রাসেল দিবস উদযাপন

অনলাইন ডেস্ক:
অক্টোবর ২২, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার আল-ফজল মুনিরী গাউছুল আজম সম্মেলন কক্ষে বুধবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস অনুষ্ঠিত হয়।

উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ বদিউল আলম আহমদীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুহাদ্দিস আল্লামা আনোয়ারুল আলম ছিদ্দিকী, আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আহসান উল্লাহ মোবারক প্রমুখ।

উক্ত সভায় শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, ফাতেহা শরীফ আদায় ও আলোচনা সভা।  পরিশেষে মিলাদ-কিয়াম ও মোনাজাতের মাধ্যমে জাতির জনক ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।