কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ কর্ণফুলী উপজেলার চট্টগ্রাম মেমোরিয়াল স্কুল পরিদর্শন করেছেন।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকালের দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা বাবুল চন্দ্র নাথ কর্ণফুলী উপজেলার চট্টগ্রাম মেমোরিয়াল স্কুল পরিদর্শন কালে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এ সময় তিনি শিক্ষার মানোন্নয়নের সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেমোরিয়াল স্কুল পরিচালনা কমিটির সভাপতি জনাব সকির আহমদ, সাধারণ সম্পাদক ডা.ইকবাল খুরশেদ, সহ-সভাপতি হাজী সোনা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক,অর্থ সম্পাদক মুহাম্মদ হাসান উল্লাহ, মোঃ সেলিম উদ্দিন, সালাহউদ্দিন মুরাদ, আনোয়ার করিম, ,মোঃ শহিদুল ইসলাম, মোঃ মাহফুজুর রহমান প্রমুখ।