Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ১ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কমেনি কাঁচা মরিচের ঝাঁজ

অনলাইন ডেস্ক
জুলাই ১, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঈদের ছুটি শেষে রাজধানী ফিরতে শুরু করেছেন লোকজন। যে কারণে সবজির বাজারে ক্রেতার উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে ঈদের আগে থেকে বাড়তে থাকা কাঁচা মরিচের ঝাঁজ এখনো কমেনি।

শনিবার (১ জুলাই) রামপুরা, মধুবাগ ও মালিবাগ বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ ৫০০ টাকার ওপরে কেজি বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, একদিকে কোরবানির কারণে চাহিদা বেড়েছে, অন্যদিকে বৃষ্টির কারণে যোগান কমে যাওয়ায় দাম বেড়েছে।

রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজারের সবজি বিক্রেতা শরিফের মতে, বৃষ্টির কারণে মরিচের সরবরাহ কমে গেছে। তাই দাম বেড়েছে।

অন্যদিকে কোনো কোনো সবজির দাম কিছুটা কমেছে। ঈদের সময়ে সবচেয়ে চাহিদার সবজি শসার দাম ২০-৩০ টাকা কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। অন্যান্য সবজির মধ্যে ঝিঙ্গা কেজি প্রতি ৬০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, পটল ৬০ টাকা, চিচিঙ্গা-করলা- বরবটি-পেঁপে কেজি প্রতি ৫০-৬০ টাকায়, লাউ ও চাল কুমড়া ৬০-৭০ টাকায় প্রতি পিস বিক্রি হচ্ছে। যা গতকালও আরেকটু বেশি দামে বিক্রি হয়েছে।

ক্রেতা মাহমুদ বলেন, সবজির দাম নিয়ে নতুন কিছু বলার নেই। কাঁচা মরিচের অত্যধিক দাম। তবে আজকে সবজির বাজারে দাম কিছুটা কমেছে মনে হয়েছে।

এদিকে বাজারে বিভিন্ন মাছ নিয়ে বিক্রেতারা বসে থাকলেও ক্রেতা খুবই কম। অনেক মাছের দাম কিছুটা কম মনে হলেও বড় ধরনের পার্থক্য দেখা যায়নি। আবার কিছু কিছু মাছের দাম বেড়েছে।