Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২

কক্সবাজার সমুদ্র সৈকতে ছবি তুলতে গিয়ে পর্যটকের মৃত্যু

হাটহাজারী সংবাদ ডেস্ক
নভেম্বর ৩, ২০২২ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজার সমুদ্র সৈকতে পানিতে নেমে ছবি তুলতে গিয়ে জ্ঞান হারিয়ে আরিফ (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ঘটনা ঘটে।
 
নিহত পর্যটক কুমিল্লার বাসিন্দা বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।
 
তিনি ঢাকা পোস্টকে জানান, তারা বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে কক্সবাজারে আসেন। পরে দুপুরের দিকে আরিফ নামের যুবকটি সৈকতে গোসল করতে নামলে হঠাৎ জ্ঞান হারিয়ে পানিতে পড়ে যান। পরে সি লাইফগার্ডের সহোযোগিতায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি কারণে মৃত্যু হয়েছে সেটা এখনো বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।