Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ৬ ডিসেম্বর ২০২৩

ওসিদের তালিকা ইসিতে, যেকোনো সময় বদলি

অনলাইন ডেস্ক:
ডিসেম্বর ৬, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হবে তাদের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৩৮ জন ওসির তালিকা পাঠানো হয়। ইসি সূত্রে জানা গেছে এ তথ্য। চট্টগ্রাম থেকে এ তালিকায় রয়েছেন ১০ থানার ওসি।

এর আগে গত সোমবার (৪ ডিসেম্বর) দেশের আট বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির প্রস্তাবে সম্মতি দেয় নির্বাচন কমিশন (ইসি)।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশন বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তালিকা পাঠানো হয়েছে তা এখনও চূড়ান্ত হয়নি। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।