Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ১১ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উত্তর মাদার্শায় দুই দিনব্যাপী সুন্নি সমাবেশ শুরু আজ

হাটহাজারী সংবাদ ডেস্ক:
অক্টোবর ১১, ২০২৩ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন ও হযরতুলহাজ্ব আল্লামা শায়খুল ইসলাম (রঃ) এর বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে আধুর পাড়া একতা সংঘের উদ্যোগে দুই দিনব্যাপী সুন্নি সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ও শুক্রবার (১২ ও ১৩ অক্টোবর) বাদে আছর হতে আধুর পাড়া জান্নাতুল মাওয়া শাহী জামে মসজিদ সংলগ্ন ময়দানে চৌধুরী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মুহাম্মদ আবু তাহের (মু.জি.আ) এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রথম দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অলিমিয়া হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার হযরতুল আল্লামা জসিম উদ্দিন আল কাদেরী (মু.জি.আ)। প্রধান আলোচক থাকবেন আজিজিয়া হাশেমীয়া নূরিয়া মাদ্রাসার সুপার মাওলানা হাফেজ আবুন নূর মুহাম্মদ হাসান বিন নূরী (মু.জি.আ)। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুহাম্মদ নুরুল আমিন আল কাদেরী ও মাওলানা ছৈয়দ পেয়ার মুহাম্মদ আল কাদেরী (মু.জি.আ)।

আধুর পাড়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মুহাম্মদ ফিরোজ এর সভাপতিত্বে দ্বিতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উরকিরচর মোহাম্মদিয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী (মু.জি.আ)। প্রধান আলোচক থাকবেন নজিরীয়া নঈমীয়া মাহমুদীয়া ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরতুলহাজ¦ আল্লামা সৈয়দ নূর মুহাম্মদ আল কাদেরী (মু.জি.আ)। বিশেষ আলোচক থাকবেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন মুনিরী (মু.জি.আ) ও মাওলানা মুহাম্মদ ফোরকান কাদেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাজী জাফর আহমদ চৌধুরী, হাজী মুহাম্মদ নুরুল ইসলাম, হাজী মুহাম্মদ মফিজুল হক চৌধুরী, হাজী মুহাম্মদ আবুল কাশেম, হাজী মুহাম্মদ রফিক প্রমূখ।

উক্ত সুন্নি সমাবেশে ব্যবস্থাপনা পরিষদের পক্ষ থেকে সকলকে দ্বীনি দাওয়াত দেওয়া হয়েছে।