Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আসন সমঝোতায় এবারও ভোটের মাঠে থাকছেন না এম.এ সালাম

অনলাইন ডেস্ক:
ডিসেম্বর ১৭, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে এবার দলীয় মনোনয়ন পেয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। তিনি চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তবে এই আসনটি আওয়ামী লীগ এবারও ছেড়ে দিয়েছে জাতীয় পার্টিকে।

আর এই আসন থেকে নির্বাচন করবেন টানা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। ফলে মনোনয়ন পেয়েও ভোটের মাঠে যেতে পারছেন না এম এ সালাম। অন্যদিকে আওয়ামী লীগের স্বতন্ত্র কোনো প্রার্থী না থাকায় তিনবারের এমপি আনিসুল খুব সহজেই নির্বাচনী বৈতরণী পার করবেন বলে ধারণা করা হচ্ছে।

২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচন মহাজোট প্রার্থী হিসেবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে হারিয়ে পুনরায় জয়লাভ করেন।