Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ৩০ অক্টোবর ২০২২

আরেফিন নগরে মুনিরীয়া যুব তবলীগের ১৫ তম এশায়াত মাহফিল

md mamun
অক্টোবর ৩০, ২০২২ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৫,১১ ও ১৩০ নং শাখার উদ্যোগে বায়েজিদস্থ আরেফিন নগরে মাসব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) পালন উপলক্ষে (২৯ অক্টোবর) শনিবার বাদে মাগরিব হতে মসজিদে গাউছুল আজম মুনিরী(রা.) প্রাঙ্গণে ১৫ তম এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর সহ-সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নুর খানের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম,মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী। মুহাম্মদ নাইমুর ইসলাম এর পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন মুনিরী, মাওলানা মুহাম্মদ ছবুর, মাওলানা মুহাম্মদ ফরিদ, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, মাওলানা মুহাম্মদ সাহেদ,আলহাজ্ব মুহাম্মদ দৌলত, মুহাম্মদ আবু তাহের, মুহাম্মদ নাছের, মুহাম্মদ সোহেল, মুহাম্মদ রফিক, মাওলানা মুহাম্মদ মনিরুল আমিন, মুহাম্মদ সাহেদ, মুহাম্মদ ফারুক,আব্দুস সালাম,মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ দেলোয়ার, মুহাম্মদ আফতাব উদ্দিন,মুহাম্মদ শহীদুল, মুহাম্মদ রকিবুল ইসলাম, মুহাম্মদ শফিউল আজম প্রমুখ।

মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ আল আমিন,নাতে রাসুল ও কছিদা পড়েন মুহাম্মদ আলী।

মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।