Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ২১ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে ব্রেইন স্ট্রোকে হাটহাজারী প্রবাসীর মৃত্যু

হাটহাজারী সংবাদ ডেস্ক
আগস্ট ২১, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আামিরাতের শারজাহ’র হালোয়ান এলাকার আল সালেহ পেইন্ট এন্ড সেনিটারি ওয়ের ট্রেডিং-এর যৌথ স্বত্বাধিকারী রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ লোকমান হোসেন মিয়াজী নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২১ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে শারজাহ আল-কাসমি হাসপাতালে চিকাৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

নিহত লোকমান হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুহুরীহাট বটতলের পশ্চিমে পুতুন মিয়াজী বাড়ী নিবাসী মরহুম কোব্বাদ আহমদ সওদাগর-এর ছোট ছেলে এবং মরহুম মুহাম্মদ ওসমান গণি মিয়াজী’র ছোট ভাই।

উল্লেখ্য যে, তিনি শনিবার (১২ আগস্ট) ব্রেইন স্ট্রোক করে শারজাহ আল-কাসমি হাসপাতালে ভর্তি হন।

তার মৃত্যতে প্রবাসীরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।