Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ২১ ডিসেম্বর ২০২২

আমিরাতে ফটিকছড়ি প্রবাসীর মৃত্যু

হাটহাজারী সংবাদ ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২২ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়ির ভুজপুর থানার পূর্বভুজপুর আমতলীর কুয়েত প্রবাসী মোহাম্মদ আবুল হাশেম এর পুত্র মোহাম্মদ আরিফুল ইসলাম (২০) মৃত্যুবরণ করেছেন।

 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোর ৩ টা ৫০মিনিটের সময় আরব আমিরাতের প্রদেশ শারজাহ আল কাসেমী হাসপাতলে ইন্তেকাল করেন।

 

পরিবার সূত্রে জানা যায়, টগবগে তরুণ মোহাম্মদ আরিফুল ইসলাম বিগত তিন মাস পূর্বে আরব আমিরাতের প্রদেশে পাড়ি জমিয়েছিলেন। ডাক্তারের নিকট মৃত্যুর কারণ জানতে চাইলে ডাক্তার বলেন, হঠাৎ ডায়াবেটিকস বেড়ে যাওয়ার কারণে মৃত্যু হয়।

 

একই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহেদ নিকট জানতে চাইলে তিনি বলেন, আইনের প্রক্রিয়া শেষে অতি দ্রুত লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।