Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ১৬ জানুয়ারি ২০২৩

আমিরাতে এবার জীবন গেল ফটিকছড়ির দৌলতের

প্রবাস ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে ফটিকছড়ি পৌরসভার বাসীন্দা মুহাম্মদ দৌলত নামের এই প্রবাসীর মৃত্যু হয়েছে। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে আবুধাবি শেখ জায়েদ হাসপাতালে মারা যান তিনি।

নিহত দৌলতের বড় ভাই মুহাম্মদ ইউসুফ জানান, গত ১৪ জানুয়ারি (শনিবার) তিনি কাজ সেড়ে এসে অসুস্থতা বোধ করেন। এরপর তাকে শেখ জায়েদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টায় হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তার পারিবারিক সূত্রে আরো জানা যায়, আবুধাবী হতে দৌলত বাড়ীতে এসে ৪ মাস আগে আবার চলে যায়। মৃত্যুকালে দৌলত মা, ৪ ভাই, ৪ বোন, স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান। সে পৌর সভার উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের বড় টিলা নামক স্থানের মরহুম নুরুল ইসলামের পুত্র।