Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২

হাটহাজারীতে রাতে পাহাড় কাটায় তিনজনকে দেড় লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৫, ২০২২ ৯:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে পাহাড়ি মাটি কেটে বিক্রির উদ্দেশ্যে বহন করায় তিনজনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) রাতে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বোর্ড স্কুল এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
 
জানা গেছে, অভিযানে পাহাড়ের মাটি বোঝাই তিনটি মিনি ড্রাম ট্রাক আটক করা হয়। আটক ট্রাক ছাড়াও আরও বেশ কিছু ট্রাক দিয়ে জমি ভরাটের উদ্দেশ্যে পাহাড়ি মাটি বহন করা হচ্ছিলো। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে বেশকিছু ট্রাক পালিয়ে যায়। পরে তিনটি ট্রাক আটক করা হয়। আটক মাটিবোঝাই ট্রাক উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়।
 
অবৈধ মাটি কাটা ও বহন করার অপরাধে আটক গাড়ির মালিক মো. শোয়েব, মো. ইয়াছিন, মো. মুছাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার জরিমানা করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, পাহাড়, কৃষি জমির টপসয়েল ও অনুমোদনহীন মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।