Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ১৩ মার্চ ২০২৩

ফরহাদাবাদে হালদা থেকে বালু উত্তোলন, ১ লক্ষ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
মার্চ ১৩, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
 
সোমবার (১৩ মার্চ) ভোররাত ৪টা থেকে অভিযান শুরু হয়ে সকাল ৭টায় শেষ হয়। উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট কলেজ সংলগ্ন হালদা নদীর পয়েন্ট থেকে এ বালু উত্তোলন করা হয়।
জানা গেছে, ব্যবসায়ী মোহাম্মদ মানিক ও মোহাম্মদ হাসান মিয়াকে অবৈধভাবে হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ওই পয়েন্ট থেকে জব্দকৃত ৮ ট্রাক বালু ফরহাদাবাদ সেইফ হোমে দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলম ও সংশ্লিষ্ট ইউপি সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহিদুল আলম বলেন, অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদের সতর্কও করা হয়েছে। হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।