Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ২০ মে ২০২৩

দুবাইয়ে এনআইডি কার্যক্রমের উদ্বোধন: জুনে নিবন্ধন শুরু

অনলাইন ডেস্ক
মে ২০, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতে এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

এই কর্মসূচির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশিত প্রবাসে থেকে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির সুযোগ নিশ্চিত হতে যাচ্ছে। অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বাছাইকৃত প্রার্থীগণ কনস্যুলেটে স্থাপিত ভোটার নিবন্ধন সিস্টেম কর্মসূচিতে কাজ করবেন।

আগামী জুন মাসের শুরুতেই দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিগণ কনস্যুলেট থেকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও সংগ্রহ করতে পারবেন।

প্রশিক্ষণ কর্মশালার সঞ্চালনা করেন কনস্যুলেটের দ্বিতীয় সচিব বদরুল আহমেদ।

উপস্থিত ছিলেন- কনস্যুলেটের মিনিস্টার (শ্রম) ফাতেমা জাহান, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) কাজী ফয়সাল, দ্বিতীয় সচিব ও হেড অব চেন্সারি মোজাফ্ফর হোসেন ও দ্বিতীয় সচিব (প্রটোকল) সাজ্জাদ জহির প্রমুখ।