Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩

চট্টগ্রামে ৮ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামের ১৫ উপজেলায় ২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ডে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এবারের ক্যাম্পেইনে চট্টগ্রাম জেলায় ৮ লাখ ৪ হাজার ৫৬৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বছর বয়সী ৯১ হাজার ৯১৮ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ১২ হাজার ৬৪৬ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আগামী ২০ ফেব্রুয়ারি দিনব্যাপী এ কার্যক্রম চলবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এমওডিসি ডা. নুরুল হায়দার, স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া প্রমুখ।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮১ হাজার এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৫৫ হাজার।