Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ২ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে করোনায় মৃত্যু ও শনাক্ত শূন্য

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। তবে একই সময়ে করোনায় কারো মত্যু হয়নি। এর আগে রবিবারও (১ জানুয়ারি) চট্টগ্রামে কারো দেহে করোনার জীবাণু যায়নি বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

আজ সোমবার (২ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৮টি ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষায় কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪৩৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৮ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩২ জনের। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে।