Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ১৯ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে বঙ্গবন্ধু পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

হাটহাজারী সংবাদ ডেস্ক
মার্চ ১৯, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমায় বঙ্গবন্ধু পরিষদের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৮ মার্চ) স্থানীয় একটি হোটেলে বিপুল জনসমাগম ও সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সংগঠনটির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় মোঃ কামাল হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াত ও সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আলী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের নিযুক্ত মান্যবর কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। তিনি বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রা এবং উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধর সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং দেশের অর্থনীতির চালিকাশক্তিকে শক্তিশালি করতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আরব আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আইয়ুব আলী বাবুল, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাইফুদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর আলহাজ্ব তৌফিক আহম্মেদ চৌধুরী, বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র রাস আল খাইমাহ সভাপতি আলহাজ্ব পিয়ার মোহাম্মদ,আরব আমিরাত বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু পরিষদ দুবাইয়ের উপদেষ্টা আলহাজ্ব মোঃ আজম খান, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনসারুল হক আনসার, সহ-সভাপতি মীর আহম্মদ, মাওলানা আবদুল কাদের, আরব আমিরাত আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী সোবধ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফি, আলমগীর আলম,বঙ্গবন্ধু পরিষদ পুজিরা পূর্ব অঞ্চল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম জাহেদ হাসান,হাটহাজারী ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন,সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ ইব্রাহীম, সদস্য সচিব প্রকৌশলী জসিম উদ্দিন ভুইয়া, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি , ইয়াছিন তালুকদার, মোঃ শাহজাহান, অর্থ সম্পাদক রাশেদুল আলম দুলাল প্রমুখ।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম শহিদ, হাজী বাদশা মিয়া টিপু, ফখরুদ্দিন চৌধুরী ফারুক, মাহবুব আলম মোঃ আজম প্রমুখ নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে আলহাজ্ব পিয়ার মোহাম্মদ সভাপতি, মোঃ ইব্রাহীম সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন আরব আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আইয়ুব আলী বাবুল।