Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ৩১ মে ২০২৩

আমিরাতে কারখানায় আগুন: চার বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক
মে ৩১, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের শারজাতে একটি সোফা কারখানায় আগুন লেগে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন নোয়াখালীর এবং একজন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা।
 
মঙ্গলবার (৩০ মে) ভোররাতে দেশটির শারজা সানাইয়াতে ইউসুফ ফার্নিচারের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- কারখানার মালিক নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তারাবাড়িয়া গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. ইউসুফ মিয়া (৪৫), একই গ্রামের মীর হোসেনের ছেলে তারেক হোসেন বাদল (৪২) ও আবদুল ওহাবের ছেলে মো. রাসেল (২৬)। নিহত অপরজনের বাড়ি নাঙ্গলকোট উপজেলায়। তার নাম মুহাম্মদ সুমন।
 
নিহত ইউসুফের ছোট ভাই পল্লী চিকিৎসক গোলাম রসুল জানান, ‘আমার বড় ভাই ২৫ বছর ধরে আমিরাতে আছেন। শারজাহ সানাইয়াতে ছিল তার কারখানা। কীভাবে আগুন লেগেছে সে ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু জানতে পারিনি।’
 
এ ব্যাপারে সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ‘প্রবাসী নিহত হওয়ার খবর আমি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। আমিরাতে অবস্থানরত নিহত ব্যক্তিদের স্বজনেরা দূতাবাসের মাধ্যমে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তবে নিহতের বিষয়ে তাদের স্বজনেরা থানায় কিছু জানাননি।’