Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩

অভিজ্ঞ ক্রিকেটারদের রেখে যেমন হতে পারে টাইগারদের বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ দল ঘোষণার শেষ সময় ঘনিয়ে আসছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো বিশ্বকাপ দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের অংশগ্রহণকারী বাকি দেশগুলো নিজেদের দল ঘোষণা করলেও এখন পর্যন্ত দল দেয়নি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তবে, খুব দ্রুতই শেষ হচ্ছে প্রতীক্ষা।

জানা গেছে আগামীকাল সোমবার ঘোষণা হতে পারে টাইগারদের বিশ্বকাপ দল। বিশ্বকাপের দলে জায়গা অনেকটাই পাকা মাহমুদউল্লাহ রিয়াদের। অভিজ্ঞ এই ক্রিকেটার ভারতের ফ্লাইট ধরছেন সেটা অনেকখানিই নিশ্চিত।

বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হিসেবে ফিরে আসছেন লিটন দাস। এরপর যথাক্রমে আছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিমরা। ধারণা করা হচ্ছে বিশ্বকাপ দলে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বোলিং অপশনেও থাকছে বৈচিত্র্য। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদেরও বিশ্বকাপ নিশ্চিত। দলের থাকবেন পাঁচ পেসার, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম। স্পিন অলরাউন্ডার হিসেবে দেখা যেতে পারে শেখ মেহেদিকে।

বাংলাদেশ দলের সম্ভাব্য বিশ্বকাপ দল-

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।