Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ২৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

৫০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক
মার্চ ২৬, ২০২৩ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্বাধীনতাযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ৫০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। স্বাধীনতা দিবস উদযাপনকালে মুক্তিযোদ্ধাদের এ সম্মাননা দেওয়া হয়।
 
রোববার (২৬ মার্চ) বেলা ১২টায় চবির সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার।
উপস্থিত ছিলেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর, অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম ও প্রক্টরিয়াল বডির সদস্যরা।
 
প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, মুক্তিযোদ্ধাদের অবদানের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা গতবছর ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছি। এবছর আরও ৫০ জনকে এ সম্মাননা দিয়েছি। উপাচার্য, ডিন পরিবর্তন হবে, তবে মুক্তিযোদ্ধাদের প্রতিবছর সম্মান জানাবো আমরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিবছর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।
 
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণকালে মুক্তিযোদ্ধা এএইচ জিলানি চৌধুরী বলেন, আমরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এদেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। নানা ত্যাগ স্বীকার করে ৯ মাস যুদ্ধ করেছি। পেয়েছি আমাদের স্বাধীন পতাকা। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের সেবায় নিয়োজিত থাকতে হবে।
 
এদিন সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা আয়োজনের মধ্যদিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।