Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ২২ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

২০ টাকার জন্য ভরা হাটে ব্যবসায়ীকে হত্যা

md mamun
নভেম্বর ২২, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

ব্যবসায়ীকে হত্যার পর আড়তে ভিড় করেন উৎসুক জনতা পাবনা সদর উপজেলায় যুবকের ছুরিকাঘাতে আব্দুল করিম (৬২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
 
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার দোগাছি ইউনিয়নের হাজির হাটে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম ইউনিয়নের বলরামপুর সরদার পাড়া মহল্লার বাসিন্দা।
 
অভিযুক্ত যুবক মনিরুল সদর উপজেলার আরিফপুর মধ্যপাড়া মহল্লার সরদার বাদশার ছেলে। তিনি মাদকাসক্ত বলে জানিয়েছেন স্থানীয়রা।
 
পুলিশ জানায়, হাজির হাটে আব্দুল করিমের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। তিনি সপ্তাহের শুক্র ও মঙ্গলবারের হাটে পেঁয়াজ-রসুন বিক্রি করতেন। মঙ্গলবার বিকেলে মনিরুল নেশা করার জন্য আব্দুল করিমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে ২০ টাকা দাবি করেন। টাকা না দিতে চাইলে মনিরুল ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো ছুরি দিয়ে করিমকে আঘাত করেন।
 
আশেপাশের লোকজন তাকে উদ্ধারে এগিয়ে গেলে তাদেরও ছুরিকাঘাতের চেষ্টা করা হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে আঘাত করলে মনিরুল ক্ষান্ত হন।
 
পাবনা সদর থানার উপ পরিদর্শক (এসআই) রায়হান জাগো নিউজকে বলেন, পালিয়ে যাওয়ার সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ মনিরুলকে গ্রেফতার করা হয়। নিহতের শরীরে ছুরির আটটি আঘাতের চিহ্ন পাওয়া যায়। স্থানীয়রা ব্যবসায়ী করিমকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।