দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার ভাসা জাল জব্দ করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) হালদা নদীতে হাটহাজারী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা রনির নেতৃত্বে অভিযান শুরু হয়। উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট হতে শুরু করে হালদার মুখ (কালুরঘাট) পর্যন্ত অভিযানটি পরিচালনা করা হয়।
দুপুর ৩ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত অভিযানে প্রায় ৫ হাজার মিটার ভাসা জাল জব্দ করা হয়। অভিযানে আইডিএফ এর এসিস্ট্যান্ট ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোহাম্মদ ফয়েজ রাব্বানী (মৎস্য) ও আনসার সদস্য ।
উল্লেখ্য, প্রাকৃতিক প্রজননক্ষেত্র হালদা নদীর কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল, কালিউস) মাছ ও ডলফিন রক্ষায় অবৈধ মৎস্য শিকার ও ইঞ্জিল চালিত নৌযান দমনে পিকেএসএফ এর সহযোগিতায় ‘হালদা নদীর উৎপাদনশীলতা বৃদ্ধি ও হালদা উৎসের পোনার বাজার সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় আইডিএফ নিয়মিতভাবে স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে হালদা নদীতে অভিযান পরিচালনা করে আসছে।